রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে আনসার বাহিনীর শীতবস্ত্র বিতরণ। ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার বাহিনী। কনকনে শীত থেকে মানুষকে বাঁচাতে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

আশিকুজ্জামান বলেন, দেশে চলমান শীত ও কুয়াশায় রাজধানীর দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে সময় পার করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়।

আশিকুজ্জামান আরও বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজধানীর মালিবাগ রেলগেট, খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর, রাজারবাগসহ বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। এই কার্যক্রম শুক্রবারও চলবে।

গত মাসে বাহিনীর মহাপরিচালক তেঁতুলিয়ায় শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রম সারা দেশে শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শীতে কষ্টে থাকা মানুষদের খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

আশিকুজ্জামান জানান, রেললাইন-সংলগ্ন বসবাসকারী গৃহহীন মানুষ, রিকশাচালক, দিনমজুর ও অন্যান্য দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলা ও উপজেলার প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সংবিধানের অস্তিত্ব নেই, প্রোক্লেমেশন না হলে বিপদ: বিচারপতি আব্দুর রহমান

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত