ঢাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ, নিলামে বিক্রি

বিশেষ প্রতিনিধি, ঢাকা 
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৯: ৫৫
ফাইল ছবি

প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে আবারও অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আজ সোমবার দুপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর হতে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩৭৬টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত অটোরিকশা এবং ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, ‘প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে আমরা গত সপ্তাহ থেকে অভিযান শুরু করছি। প্রধান সড়কে বিপুলসংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত