বিআরটিসি বাসেই এখন পড়া যাবে বই, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০: ২৮
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০: ১১

‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ (বিআরটিসি) এখন শুধু বাস নয়, এটাকে ভ্রাম্যমাণ লাইব্রেরিও করা হয়েছে। বিআরটিসিতে বই পড়ার সুযোগ পাবেন যাত্রীরা। মঙ্গলবার থেকে বিআরটিসি বাসে বই পড়ার সুবিধা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বিআরটিসি ভ্রাম্যমাণ লাইব্রেরির বাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’। 

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা হিটলার বল আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ লাইব্রেরিতে এখন থেকে বিভিন্ন বই পড়ার জন্য পাওয়া যাবে। ঢাকায় অন্যান্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়া ও নেওয়ার সুযোগ আছে, বিআরটিসির বাসেও এই সুবিধা থাকবে। 

হিটলার বল জানান, ভ্রাম্যমাণ এই বাসে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বই আছে। এ ছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বই পাওয়া যাবে। এর বাইরে দেশ-বিদেশের অন্যান্য লেখকের বই থাকবে। এটি আপাতত ঢাকা মহানগরীর মধ্যেই চলাচল করবে। পরে আরও বাড়ানো হতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত