ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’
মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চৈতন্য পাল উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
৮ মিনিট আগেনেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে চালকদের হত্যা করে অটোভ্যান ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে করে আতঙ্কে আছেন অন্য চালকেরা। তাঁরা সন্ধ্যার পর অপরিচিত যাত্রী ওঠাতে এবং বাইরের এলাকায় যেতে ভয় পাচ্ছেন। রাতে সাধারণত নিজেদের এলাকার মধ্যে থাকছেন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনাই সুষ্ঠুভাবে তদন্ত...
৩১ মিনিট আগেভোলা জেনারেল হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা দায়িত্বরত চিকিৎসক ইরফান মাহমুদের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এর আগে গত শুক্রবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক নাইমুল হাসনাতও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
৩৪ মিনিট আগে