ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’
মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত তিনি ৫ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলি তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার...
১০ মিনিট আগেগতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছ
৩৪ মিনিট আগেঅভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৭ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৭ ঘণ্টা আগে