Ajker Patrika

দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক এমপির ছবি ছেঁড়ায় থানায় জিডি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক এমপির ছবি ছেঁড়ায় থানায় জিডি

মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।

যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’

জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্জয়ের ছবি সরিয়ে নেওয়া দলীয় কার্যালয়ের সাইনবোর্ড। ছবি: সংগৃহীতএ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত