হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মমতাজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মমতাজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে অ্যাডভোকেট মেহেদিকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই আব্দুল হালিম ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি অন্য আসামির জামিন শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা আদালতে থাকায় শুনানি হয়নি। পরে আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবে বলে আদেশ দেন এবং অ্যাডভোকেট মেহেদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে মেহেদিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেল ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে আলমগীর হোসেন (৩৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় আলমগীর হোসেনের মা মোসাম্মৎ আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদার, উপ পুলিশ কমিশনার আশরাফুল আজিম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পরস্পর যোগসাজশে গুলি করে বাদীর ছেলেকে হত্যা করেছেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি কৌশলে প্রকৃত ঘটনা এড়িয়ে যাচ্ছেন। তবে কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য এবং এই ঘটনায় অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম ঠিকানা চিহ্নিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, মমতাজ উদ্দিন মেহেদী ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তিনি আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত