Ajker Patrika

গাজীপুরে ৩ ঝুট গুদামে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০: ০৩
গাজীপুরে ৩ ঝুট গুদামে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় শনিবার গভীর রাতে ঝুটের তিনটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝুট গুদামগুলোর মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মনিপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ঝুট গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার রাত ২টা ২০ মিনিটের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটিসহ মোট চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত ৪টা ৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় শনিবার গভীর রাতে তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড হয়তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত