Ajker Patrika

মেঘনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া কোটি টাকা টোল আদায়

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৮: ০৯
মেঘনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া কোটি টাকা টোল আদায়

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। এর ফলে মেঘনা সেতুর টোল প্লাজায় বৃদ্ধি পেয়েছে টোল আদায়ও। ৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৯ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে মোট ৫৯ হাজার ২১৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৫২৮টি যানবাহন চট্টগ্রাম রোডে প্রবেশ করেছে আর বাকি ২৭ হাজার ৬৮৬টি যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা। 

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস। 

এদিকে গত দুই দিন ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল থাকলেও আজ অনেকটাই ফাঁকা। সকাল থেকে এই পথে যানবাহনের মোটামুটি চাপ থাকলেও কোনো জট কিংবা টোল প্লাজার সামনে গাড়ির সারি দেখা যায়নি। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। 

মেঘনাঘাট টোল প্লাজায় সরেজমিন দেখা যায়, টোল প্লাজার ১২টি বুথ দিয়ে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন পাড়ি দিচ্ছে মেঘনা সেতু। টোল প্লাজায় আসা মোটরসাইকেল পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে টোল দিয়ে সেতুতে উঠছে। 

টোল আদায়ের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বীথি বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশি টোল আদায় হয়েছে। তবে যানবাহনের সংখ্যা অনুযায়ী তা কমই বলা যায়। কেননা, অন্য সময় মালবাহী পরিবহন বেশি থাকায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হয়। কিন্তু ঈদে ছোট ও মাঝারি যানবাহনের সংখ্যাই বেশি হওয়ায় যানবাহনের সংখ্যা চেয়ে টোল আদায়ের পরিমাণ কমই।’ 

বীথি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা আদায় করা হয়। এর আগে সোমবার এই সেতু দিয়ে ৪৭ হাজার ৯১৪টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ টাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত