Ajker Patrika

সীতাকুণ্ডে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে ৩৯ জন হাসপাতালে ভর্তি

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে ৩৯ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিআইটিআইডি হাসপাতালের পাশাপাশি উপজেলার বেসরকারি হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। হাসপাতালে ভর্তির পাশাপাশি ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় সরকারি দুই হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়া আক্রান্ত ৩৯ জন রোগী। 

চিকিৎসকেরা জানিয়েছেন, সাধারণত মার্চের শেষদিকে ও এপ্রিলের প্রথমদিকে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। কিন্তু হঠাৎ অতিরিক্ত গরম বৃদ্ধি এবং খাবার ও পানির কারণে এবার মার্চের মাঝামাঝি থেকে উপজেলা জুড়ে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করে। প্রথমদিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ। 

এতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। 

সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়েছে ২৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। 

ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছেন ২৭৮ জন। মার্চ মাসে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। 

সর্বশেষ গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৩২ জন রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীর এক তৃতীয়াংশই সীতাকুণ্ডের ভাটিয়ারী, মাদামবিবিরহাট, ফৌজদারহাট, জলিল টেক্সটাইল গেট, কালুশাহ নগর, জোড়আমতল, সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসিন্দা। 

এ ছাড়াও চট্টগ্রাম নগরীর খুলশী, হালিশহর, আকবরশাহ এলাকা থেকেও কিছু ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হওয়া ১১৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। ফেব্রুয়ারিতে চিকিৎসা সেবা নিয়েছে ১২৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। মার্চ মাসে চিকিৎসা সেবা নিয়েছে ২০০ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। সর্বশেষ গত চারদিনে ডায়রিয়া আক্রান্ত ২০ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন তারা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৭ রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জনেই শিশু। 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছে তাদের হাসপাতালে। তবে রমজান শুরুর পর তাঁর হাসপাতালে রোগী আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গরমের সঙ্গে বাসি খাবার ও পানীয় খেয়ে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হন বলে জানান তিনি। 

বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ বলেন, ডায়রিয়া রোগী আগের চেয়ে বেড়েছে। গরমের কারণে এই প্রবণতা বেশি। এ জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত