নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটিতে রাজধানী ঢাকার ফাঁকা সড়কে বাইক ও কার রেসিংয়ের মতো মরণখেলায় মেতে ওঠা যাবে না। বেপরোয়া রেসিংয়ে নামলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ রোববার সকালে জাতীয় ঈদগা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ‘ফাঁকা ঢাকায় বাইক রাইডিংয়ের নামে কেউ যেন এই মরণখেলায় মেতে না ওঠে। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ রেসিং করতে না পারে।’
চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, অনেককেই গ্রেপ্তার করেছি। পরবর্তী সময়ে এ ধরনের কাজ যারা করবে, তারা সতর্ক হবে এবং ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত্ত থাকবে।’
হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করি। আমরা সব সময় সর্বাত্মক ও সর্বোচ্চ ব্যবস্থাটাই নিয়ে থাকি। এবারও সেটি করা হয়েছে। জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। তার পরও আমরা সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।’
বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পার্কিং ও ডাইভারশন থাকবে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পেট্রলিং, সিসিটিভি ক্যামেরা মনিটরিংসহ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র্যাবের পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’
ঈদের ছুটিতে রাজধানী ঢাকার ফাঁকা সড়কে বাইক ও কার রেসিংয়ের মতো মরণখেলায় মেতে ওঠা যাবে না। বেপরোয়া রেসিংয়ে নামলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ রোববার সকালে জাতীয় ঈদগা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ‘ফাঁকা ঢাকায় বাইক রাইডিংয়ের নামে কেউ যেন এই মরণখেলায় মেতে না ওঠে। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ রেসিং করতে না পারে।’
চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, অনেককেই গ্রেপ্তার করেছি। পরবর্তী সময়ে এ ধরনের কাজ যারা করবে, তারা সতর্ক হবে এবং ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত্ত থাকবে।’
হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করি। আমরা সব সময় সর্বাত্মক ও সর্বোচ্চ ব্যবস্থাটাই নিয়ে থাকি। এবারও সেটি করা হয়েছে। জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। তার পরও আমরা সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।’
বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পার্কিং ও ডাইভারশন থাকবে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পেট্রলিং, সিসিটিভি ক্যামেরা মনিটরিংসহ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র্যাবের পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৪ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৪ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৫ ঘণ্টা আগে