তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে সালমান-আনিসুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১: ৫৫
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

সকাল ৭টায় সালমান এফ রহমান ও আনিসুল হককে লালবাগের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে লালবাগ থানার পুলিশ। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। আদালত ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ডে আবেদন করেন বাড্ডা থানার পুলিশের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এ নিয়ে সালমান এফ রহমান ও আনিসুল হককে তৃতীয় দফায় রিমান্ডে দেওয়া হলো। এর আগে গত ২৪ আগস্ট লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১৪ আগস্ট নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় দুজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণির ওপর এলোপাতাড়ি গুলি করে মো. সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান, আনিসুল হক মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নম্বর আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়সহ ভিকটিম মো. সুমন সিকদারকে (৩১) হত্যার ঘটনা তাঁরা অবগত আছেন। এ ছাড়া তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এজাহারনামীয় অন্য আসামিদের উসকানি দেওয়াসহ গুলি করে লোক হত্যার নির্দেশ প্রদান করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত