কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র তাঁর পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে প্রতারণা করছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর’ ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, ‘প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুনেছি, আগের ইউএনও এবং এসি ল্যান্ডের নাম-পরিচয় দিয়েও প্রতারণার ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরুষকণ্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোরশেদ খানের নাম ভাঙিয়ে ফোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পরিচয়েও একই কাজ করা হয়। ওই সময়কার এসি ল্যান্ড রুবাইয়া ইয়াসমিনও থানায় ডায়েরি করেছিলেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র তাঁর পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে প্রতারণা করছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর’ ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, ‘প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুনেছি, আগের ইউএনও এবং এসি ল্যান্ডের নাম-পরিচয় দিয়েও প্রতারণার ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরুষকণ্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোরশেদ খানের নাম ভাঙিয়ে ফোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পরিচয়েও একই কাজ করা হয়। ওই সময়কার এসি ল্যান্ড রুবাইয়া ইয়াসমিনও থানায় ডায়েরি করেছিলেন।
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলচালক কাজী আবদুস সাকিরকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগেযশোরের শার্শা উপজেলার ফাতেমাতুজ্জোহরা কওমি মাদ্রাসার আবাসিক ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে মনিটর রাখা হয়েছে শিক্ষকের কক্ষে। একজন অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকেলে মাদ্রাসায় অভিযান চালিয়ে দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ
৫ মিনিট আগেগাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাস থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের...
২২ মিনিট আগেগাজীপুরে টঙ্গীতে একটি জুতার গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর মরকুন তিস্তা গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২২ মিনিট আগে