Ajker Patrika

রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠিত হবে: ভিপি নুর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে—এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। এটাই তো এই সরকারের মেন্ডেট এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলোর আলাপ-আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার আর নির্বাচন সমান্তরালভাবে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ভিপি নুর আরও বলেন, ‘’৭১’এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করেছিল, একাত্তরের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এটি একটি গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়েছে। দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের পতন হয়েছিল।’

গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত