নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’
দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৯ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
১৬ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
২৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪৪ মিনিট আগে