অনলাইন ডেস্ক
‘সংস্কৃতির শুদ্ধ আলোয় মুক্ত করো প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টিএসসি ভিত্তিক ১৭টি সংগঠনের উদ্যোগে ‘সাংস্কৃতিক স্বাধীনতা মঞ্চ’ শিরোনামে আয়োজিত হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন। গত ৫ সেপ্টেম্বর টিএসসির পায়রা চত্বরে শুরু হওয়া এ আয়োজনটি আজ শুক্রবার শেষ হয়েছে।
গত চার দিনে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার মধ্যে ছিল সংগীত, আবৃত্তি, আলোকচিত্র প্রদর্শনী, সমবেত নৃত্য, পুঁথি পাঠ, দেয়ালচিত্র, উন্মুক্ত চলচ্চিত্র, মঞ্চনাটক, মাইম, পালাগান, গণসংগীত, যন্ত্রসংগীতসহ নানান সাংস্কৃতিক আয়োজন।
এ আয়োজনে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, প্রভাতফেরি সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, স্লোগান ৭১ ’, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
আয়োজকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)-এর সাধারণ সম্পাদক জয় দাস বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার অধিকার আছে। আমরা সবাই চাই প্রত্যেক মানুষের মধ্যে ব্যক্তিস্বাধীনতা এবং একে অপরকে তাদের মতো করে গ্রহণ করার মানসিকতা বজায় থাকুক।’
মিডিয়া কর্মী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাগীব রহমান বলেন, ‘বর্তমানে বৈশ্বিকভাবেই মানুষে মানুষে সহিষ্ণুতার জায়গা এবং একে অপরকে গ্রহণ করে নেওয়ার মানসিকতার অভাব দেখা যাচ্ছে। এই বিষবাষ্প আরও নানা ধরনের সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের জায়গা তৈরি করে দিচ্ছে। এই অবক্ষয় দূরীকরণের জন্য আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। একে অপরের সংস্কৃতিকে ভালোবাসতে হবে। সম্মান করতে হবে।’
উল্লেখ্য, ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক সহিষ্ণুতার ওপর নিজেদের শ্রদ্ধাশীলতা ও উদ্ভূত পরিস্থিতিতে অনুভূত দায়িত্বশীলতার জায়গা থেকেই টিএসসিভিত্তিক ১৭টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘সাংস্কৃতিক স্বাধীনতা মঞ্চ’ শিরোনামে দেশীয় সংস্কৃতি উদ্যাপনের উদ্যোগ নেয়। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত ছিল।
‘সংস্কৃতির শুদ্ধ আলোয় মুক্ত করো প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টিএসসি ভিত্তিক ১৭টি সংগঠনের উদ্যোগে ‘সাংস্কৃতিক স্বাধীনতা মঞ্চ’ শিরোনামে আয়োজিত হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন। গত ৫ সেপ্টেম্বর টিএসসির পায়রা চত্বরে শুরু হওয়া এ আয়োজনটি আজ শুক্রবার শেষ হয়েছে।
গত চার দিনে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার মধ্যে ছিল সংগীত, আবৃত্তি, আলোকচিত্র প্রদর্শনী, সমবেত নৃত্য, পুঁথি পাঠ, দেয়ালচিত্র, উন্মুক্ত চলচ্চিত্র, মঞ্চনাটক, মাইম, পালাগান, গণসংগীত, যন্ত্রসংগীতসহ নানান সাংস্কৃতিক আয়োজন।
এ আয়োজনে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, প্রভাতফেরি সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, স্লোগান ৭১ ’, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
আয়োজকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)-এর সাধারণ সম্পাদক জয় দাস বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার অধিকার আছে। আমরা সবাই চাই প্রত্যেক মানুষের মধ্যে ব্যক্তিস্বাধীনতা এবং একে অপরকে তাদের মতো করে গ্রহণ করার মানসিকতা বজায় থাকুক।’
মিডিয়া কর্মী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাগীব রহমান বলেন, ‘বর্তমানে বৈশ্বিকভাবেই মানুষে মানুষে সহিষ্ণুতার জায়গা এবং একে অপরকে গ্রহণ করে নেওয়ার মানসিকতার অভাব দেখা যাচ্ছে। এই বিষবাষ্প আরও নানা ধরনের সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের জায়গা তৈরি করে দিচ্ছে। এই অবক্ষয় দূরীকরণের জন্য আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। একে অপরের সংস্কৃতিকে ভালোবাসতে হবে। সম্মান করতে হবে।’
উল্লেখ্য, ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক সহিষ্ণুতার ওপর নিজেদের শ্রদ্ধাশীলতা ও উদ্ভূত পরিস্থিতিতে অনুভূত দায়িত্বশীলতার জায়গা থেকেই টিএসসিভিত্তিক ১৭টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘সাংস্কৃতিক স্বাধীনতা মঞ্চ’ শিরোনামে দেশীয় সংস্কৃতি উদ্যাপনের উদ্যোগ নেয়। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত ছিল।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪৪ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে