নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেসব গান, স্লোগান বা অন্যান্য কার্যক্রম অভ্যুত্থানকে বেগবান করেছে—সেসব নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘আওয়াজ উডা’ অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশ জানে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আমরা চাই হাজার মালভূমির একটা দেশ, সকল মত, সকল পথ, সকল দৃষ্টিভঙ্গি, সকল ভাষা, আমরা চাই পাহাড়ি, বাঙালি, আদিবাসী, আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এমন একটা দেশ গড়ে তুলি। আদিবাসীদের সম্মান জানাতেই আজকের অনুষ্ঠানে আমরা তাঁদের গান রেখেছি।’
আজ শুক্রবারের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চকমা ভাষার গান’, ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চজ্ঞা ভাষার গান’, ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’, সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করে এফ মাইনর। র্যাপ সংগীত পরিবেশন করে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজনের শুরুতে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। জুলাই আন্দোলনে সন্তানের আত্মাহুতি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।
এরপর বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেসব গান, স্লোগান বা অন্যান্য কার্যক্রম অভ্যুত্থানকে বেগবান করেছে—সেসব নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘আওয়াজ উডা’ অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশ জানে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আমরা চাই হাজার মালভূমির একটা দেশ, সকল মত, সকল পথ, সকল দৃষ্টিভঙ্গি, সকল ভাষা, আমরা চাই পাহাড়ি, বাঙালি, আদিবাসী, আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এমন একটা দেশ গড়ে তুলি। আদিবাসীদের সম্মান জানাতেই আজকের অনুষ্ঠানে আমরা তাঁদের গান রেখেছি।’
আজ শুক্রবারের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চকমা ভাষার গান’, ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চজ্ঞা ভাষার গান’, ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’, সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করে এফ মাইনর। র্যাপ সংগীত পরিবেশন করে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজনের শুরুতে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। জুলাই আন্দোলনে সন্তানের আত্মাহুতি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।
এরপর বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১৮ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
২২ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
২৯ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৩৯ মিনিট আগে