মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার লাখো মানুষ প্রতি বছর পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঢাকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে বাড়ি ফেরেন। এ সময় স্বাভাবিকের তুলনায় ফেরি ঘাটে মানুষের চাপ কয়েক গুন বেড়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হন ঈদে ঘরমুখো মানুষের। বিষয়টি মাথায় রেখে আগে থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের পারাপার নিশ্চিত করতে ও দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও পরিবহন পারাপার স্বাভাবিক রাখতে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি কাজ করছে। মানুষের বাড়তি চাপ সামাল দিতে ঈদের আগে আরও দুটি ফেরি এই বহরে যুক্ত হবে। এ ছাড়া এই মুহূর্তে পাটুরিয়া এলাকার পাঁচটি ঘাট সচল রয়েছে। পাশাপাশি পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নাব্যতা সংকট কেটে গেছে। এ কারণে দূরপাল্লার বাসের যাত্রী যতই থাকুক কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঈদে ঘরে ফেরা মানুষ পার হতে পারবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সমস্যা দেখা দেয় সে বিষয়টি আলাদা বলে জানিয়েছেন তিনি।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চমতম মহাসড়ক ঢাকা-আরিচা ও ঢাকা পাটুরিয়া মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি শত শত মালবাহী ট্রাক চলাচল করে। ফলে প্রায় সময় মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। এসব খানাখন্দের কারণে ঈদের আগে যানবাহন গুলিকে ধীর গতিতে চলতে গিয়ে পড়তে হয় দীর্ঘ যানজটে। আর এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান জানিয়েছেন, ‘ঢাকা-আরিচা মহাসড়ক যানজট মুক্ত রাখতে ধামরাই উপজেলার বারবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানের খানাখন্দ সংস্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ মুহূর্তে মহাসড়কের পাশের রাস্তার মেরামতের কাজ শেষ করে চলছে সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডারের দুপাশের রংতুলির কাজ।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ যেসব স্থানে দুই লেন ছিল সেখানে চার লেন করা হয়েছে এবং যেসব স্থানে চার লেন ছিল সেসব স্থানে ছয় লেনের ডিভাইডার নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে যেসব দূরপাল্লার যানবাহন পাটুরিয়া যাবে তারা মাঝখানের লেন ধরে চলে যাবে এবং লোকাল যানবাহন সাইড ধরে চলাচল করবে। অন্যদিকে পাটুরিয়া থেকে যেসব যানবাহন ঢাকামুখী হবে তাদের জন্য আলাদা লেন রয়েছে। ফলে এ বছর ঢাকা-আরিচা মহাসড়কে কোনো যানজট হবে না।’
এদিকে ঈদে মহাসড়ক ও পাটুরিয়া ঘাট এলাকায় প্রতি বছরের ন্যায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়টি সামনে রেখে এগোচ্ছে মানিকগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খাঁন জানিয়েছেন, ‘ঈদে ঘরে ফেরা যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর ৮ শতাধিক সদস্য ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ঘাট এলাকায় মোতায়েন রাখা হবে। প্রতারক চক্র, ছিনতাইকারী এবং মলম পার্টির জন্য সাদা পোশাকে মোতায়েন থাকবে আলাদা বাহিনী।’
অন্যদিকে অতি মুনাফার লোভে সরকারি নির্দেশনা না মেনে ফিটনেস বিহীন লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠিয়ে নদী পার হতে দেখা যায়। গরমে অসুস্থ হয়ে পড়ে ঈদে ঘরে ফেরা অনেক মানুষ। এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে স্থানীয় প্রশাসন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানিয়েছেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কয়েকটি সভা করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য খোলা থাকবে কন্ট্রোল রুম। লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো বন্ধ, যাত্রীসেবা নিশ্চিত করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাটে সার্বক্ষণিক কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।’
ঈদযাত্রা সম্পর্কিত পড়ুন:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার লাখো মানুষ প্রতি বছর পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঢাকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে বাড়ি ফেরেন। এ সময় স্বাভাবিকের তুলনায় ফেরি ঘাটে মানুষের চাপ কয়েক গুন বেড়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হন ঈদে ঘরমুখো মানুষের। বিষয়টি মাথায় রেখে আগে থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের পারাপার নিশ্চিত করতে ও দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও পরিবহন পারাপার স্বাভাবিক রাখতে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি কাজ করছে। মানুষের বাড়তি চাপ সামাল দিতে ঈদের আগে আরও দুটি ফেরি এই বহরে যুক্ত হবে। এ ছাড়া এই মুহূর্তে পাটুরিয়া এলাকার পাঁচটি ঘাট সচল রয়েছে। পাশাপাশি পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নাব্যতা সংকট কেটে গেছে। এ কারণে দূরপাল্লার বাসের যাত্রী যতই থাকুক কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঈদে ঘরে ফেরা মানুষ পার হতে পারবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সমস্যা দেখা দেয় সে বিষয়টি আলাদা বলে জানিয়েছেন তিনি।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চমতম মহাসড়ক ঢাকা-আরিচা ও ঢাকা পাটুরিয়া মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি শত শত মালবাহী ট্রাক চলাচল করে। ফলে প্রায় সময় মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। এসব খানাখন্দের কারণে ঈদের আগে যানবাহন গুলিকে ধীর গতিতে চলতে গিয়ে পড়তে হয় দীর্ঘ যানজটে। আর এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান জানিয়েছেন, ‘ঢাকা-আরিচা মহাসড়ক যানজট মুক্ত রাখতে ধামরাই উপজেলার বারবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানের খানাখন্দ সংস্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ মুহূর্তে মহাসড়কের পাশের রাস্তার মেরামতের কাজ শেষ করে চলছে সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডারের দুপাশের রংতুলির কাজ।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ যেসব স্থানে দুই লেন ছিল সেখানে চার লেন করা হয়েছে এবং যেসব স্থানে চার লেন ছিল সেসব স্থানে ছয় লেনের ডিভাইডার নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে যেসব দূরপাল্লার যানবাহন পাটুরিয়া যাবে তারা মাঝখানের লেন ধরে চলে যাবে এবং লোকাল যানবাহন সাইড ধরে চলাচল করবে। অন্যদিকে পাটুরিয়া থেকে যেসব যানবাহন ঢাকামুখী হবে তাদের জন্য আলাদা লেন রয়েছে। ফলে এ বছর ঢাকা-আরিচা মহাসড়কে কোনো যানজট হবে না।’
এদিকে ঈদে মহাসড়ক ও পাটুরিয়া ঘাট এলাকায় প্রতি বছরের ন্যায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়টি সামনে রেখে এগোচ্ছে মানিকগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খাঁন জানিয়েছেন, ‘ঈদে ঘরে ফেরা যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর ৮ শতাধিক সদস্য ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ঘাট এলাকায় মোতায়েন রাখা হবে। প্রতারক চক্র, ছিনতাইকারী এবং মলম পার্টির জন্য সাদা পোশাকে মোতায়েন থাকবে আলাদা বাহিনী।’
অন্যদিকে অতি মুনাফার লোভে সরকারি নির্দেশনা না মেনে ফিটনেস বিহীন লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠিয়ে নদী পার হতে দেখা যায়। গরমে অসুস্থ হয়ে পড়ে ঈদে ঘরে ফেরা অনেক মানুষ। এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে স্থানীয় প্রশাসন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানিয়েছেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কয়েকটি সভা করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য খোলা থাকবে কন্ট্রোল রুম। লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো বন্ধ, যাত্রীসেবা নিশ্চিত করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাটে সার্বক্ষণিক কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।’
ঈদযাত্রা সম্পর্কিত পড়ুন:
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
২ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৫ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে