সাভার (ঢাকা) প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মালিকানাধীন ঢাকার সাভারের একটি কারখানায় দুই কোটি টাকার মালামাল চুরি ও এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। চুরি ও ক্ষয়ক্ষতির অভিযোগে আরেকটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা। এর আগে গতকাল সোমবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন গোলাম মাওলা রনির মালিকানাধীন সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার।
অভিযোগ ওঠা ব্যক্তি হলেন গাজীপুরের টঙ্গী এলাকার ইউনিয়ন স্পোর্টস ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেজবাহ উদ্দিন খান। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী এলাকায়।
সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত সেবোল্ট টেক্সটাইল কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশারের লিখিত এজাহার থেকে জানা গেছে, সেবোল্ট টেক্সটাইল কারখানার বাইপাইলের কারখানাটি অভিযোগ ওঠা প্রতিষ্ঠানের কাছে ১০ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া ছিল। চুক্তি শেষে তারা কারখানা ছেড়ে যাওয়ার সময় কারখানার কাঠের দরজা, পানির ট্যাংক, ডিবি বোর্ড, সকেট, ওয়ারিং তার, ১৮টি গেট, বৈদ্যুতিক সাবস্টেশন ও জেনারেটরের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ছাড়া বন্ড হাউস ভেঙে ফেলায় ও জেনারেটর এবং ৪টি সাব স্টেশনের ক্ষতি মিলিয়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে গত বছরের ২৫ অক্টোবর থেকে এ বছরের ১৮ জুনের মধ্যে এই মালামাল চুরি করেছে অভিযোগ ওঠা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ। পরে বিজিএমইএয়ের মাধ্যমে মীমাংসার চেষ্টা সফল না হলে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার।
সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার বলেন, ‘আমরা মেশিনারিজসহ কারখানা ভাড়া দিয়েছিলাম। পরে ওই কারখানার কর্তৃপক্ষ অনেক মালামাল নিয়ে চলে যায়। গোলাম মাওলা রনি সাহেব ও মেজবাহ সাহেবের সঙ্গে মীমাংসার চেষ্টা করেছেন। একাধিকবার তাঁদের মধ্যে মেইল চালাচালি হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি।’
এ বিষয়ে অভিযোগ ওঠা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মেজবাহ উদ্দিন খানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সংযোগ কেটে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরে জানানো হবে।’
জানা গেছে, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬শে নভেম্বরে তিনি বিএনপিতে যোগ দেন। আশুলিয়ায় নিজের মালিকানাধীন কারখানাটি ২০১২ সালে ভাড়া দেন তিনি।
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মালিকানাধীন ঢাকার সাভারের একটি কারখানায় দুই কোটি টাকার মালামাল চুরি ও এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। চুরি ও ক্ষয়ক্ষতির অভিযোগে আরেকটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা। এর আগে গতকাল সোমবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন গোলাম মাওলা রনির মালিকানাধীন সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার।
অভিযোগ ওঠা ব্যক্তি হলেন গাজীপুরের টঙ্গী এলাকার ইউনিয়ন স্পোর্টস ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেজবাহ উদ্দিন খান। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী এলাকায়।
সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত সেবোল্ট টেক্সটাইল কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশারের লিখিত এজাহার থেকে জানা গেছে, সেবোল্ট টেক্সটাইল কারখানার বাইপাইলের কারখানাটি অভিযোগ ওঠা প্রতিষ্ঠানের কাছে ১০ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া ছিল। চুক্তি শেষে তারা কারখানা ছেড়ে যাওয়ার সময় কারখানার কাঠের দরজা, পানির ট্যাংক, ডিবি বোর্ড, সকেট, ওয়ারিং তার, ১৮টি গেট, বৈদ্যুতিক সাবস্টেশন ও জেনারেটরের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ছাড়া বন্ড হাউস ভেঙে ফেলায় ও জেনারেটর এবং ৪টি সাব স্টেশনের ক্ষতি মিলিয়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে গত বছরের ২৫ অক্টোবর থেকে এ বছরের ১৮ জুনের মধ্যে এই মালামাল চুরি করেছে অভিযোগ ওঠা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ। পরে বিজিএমইএয়ের মাধ্যমে মীমাংসার চেষ্টা সফল না হলে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার।
সেবোল্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. খাইরুল বাশার বলেন, ‘আমরা মেশিনারিজসহ কারখানা ভাড়া দিয়েছিলাম। পরে ওই কারখানার কর্তৃপক্ষ অনেক মালামাল নিয়ে চলে যায়। গোলাম মাওলা রনি সাহেব ও মেজবাহ সাহেবের সঙ্গে মীমাংসার চেষ্টা করেছেন। একাধিকবার তাঁদের মধ্যে মেইল চালাচালি হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি।’
এ বিষয়ে অভিযোগ ওঠা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মেজবাহ উদ্দিন খানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সংযোগ কেটে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরে জানানো হবে।’
জানা গেছে, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬শে নভেম্বরে তিনি বিএনপিতে যোগ দেন। আশুলিয়ায় নিজের মালিকানাধীন কারখানাটি ২০১২ সালে ভাড়া দেন তিনি।
কক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেআজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
৩২ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগে