মতিউর রহমানের গ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বললেন, ওয়েট অ্যান্ড সি

নিজস্ব প্রতিবেদন, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ২৫
Thumbnail image

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক গ্রেপ্তার হবেন কি না—এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

আজ রোববার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। তিনি বলেন, ‘দাপ্তরিক কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।’

সাংবাদিকেরা জানতে চান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং মতিউর রহমানের গ্রেপ্তারের কোনো নির্দেশনা পুলিশের ওপর রয়েছে কি না। ওই প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

এর আগে, আজ সকালে মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত