ইসলামী ব্যাংকে হামলা: এস আলমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০২

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন। 

আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা।

মামলার এজাহার থেকে জানা যায়, মামলায় সাইফুল আলম (মাসুদ) ওরফে এস আলম (৬৪) এবং তার জামাতা বেলাল আহমেদ (৪৫), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালন মো. আকিজ উদ্দিনসহ ১০ জনের নাম মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া আইবিবিএল, এসআইবিএল, এফএসবিএল, ইউনিয়ন ব্যাংকসহ এস আলমের মালিকানাধীন ব্যাংক সমূহের মতিঝিল ও তার আশেপাশের শাখা ও অফিসের কর্মরত পটিয়া থানার কয়েক কর্মকর্তা ও কর্মচারী এবং এসআইবিএলের চেয়ারম্যান বেলাল আহমেদের মালিকানাধীন ইউনিগ্যাস কোম্পানির ঢাকায় কর্মরত পটিয়া থানার কয়েকশ কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়েছে। 

এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে টাকা লুটপাট করার পরিকল্পনা করে এস আলম ও বেলাম আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং অজ্ঞাতনামা এক হাজার জন সশস্ত্র ক্যাডার ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয়ে আসে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপরে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদ (৪৫) সহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেই সফিউল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত