টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কয়েক দফা বৈঠক শেষে আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হলো আলমি শুরার (জুবায়েরপন্থী) শীর্ষ মুরব্বিদের। গাজীপুর জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের সমন্বিত সিদ্ধান্তের পর আজ আনুষ্ঠানিকভাবে জুবায়েরপন্থীদের ইজতেমা ময়দান বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। যদিও আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্বে কোন পক্ষ ইজতেমা আয়োজন করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘সরকারি সিন্ধান্তের বিষয়ে আমাদের মুরব্বিরা আলোচনা করছেন। আগামী বছরের ইজতেমার প্রথম পর্ব আমরা আয়োজন করব। পরে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান টেলিফোনে বলেন, ‘আমার প্রতিনিধি দল আজ জুবায়েরপন্থীদের ময়দান বুঝিয়ে দিয়েছে। আমি সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেছি। এতে কোন পক্ষ মেনে নেবে সেটা বিষয় নয়।’
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে ইজতেমা আয়োজক কমিটির দুই পক্ষের শীর্ষ মরুব্বিদের নিয়ে নিজ বাসভবনে বৈঠকে বসেন স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
জুবায়েরপন্থীদের ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা আব্দুল্লাহ শামিম বলেন, ‘আমরা আজ ময়দান পুনরায় বুঝে নিয়েছি। আগামী ইজতেমা পর্যন্ত ময়দানের সব মালামাল আমাদের তত্ত্বাবধানে থাকবে। ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনে আমাদের মালামাল ময়দানের উত্তর-পশ্চিম অংশের নির্ধারিত (পাকিস্তানের মুসল্লিদের জন্য থাকার স্থান) স্থানে কক্ষটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে সিলগালা করা হয়।’
জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বি মাওলানা ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধিদল ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ময়দান বুঝে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল স্থানীয় সাংসদের বাসায় বৈঠক শেষে আমাদের মাঠ বুঝিয়ে দেওয়ার।’
আজ ইজতেমা ময়দান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এনডিসি আব্দুল্লাহ নূর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) (দক্ষিণ) মাহবুব উজ জামান, সহকারী উপকমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
আরো পড়ুন:
কয়েক দফা বৈঠক শেষে আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হলো আলমি শুরার (জুবায়েরপন্থী) শীর্ষ মুরব্বিদের। গাজীপুর জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের সমন্বিত সিদ্ধান্তের পর আজ আনুষ্ঠানিকভাবে জুবায়েরপন্থীদের ইজতেমা ময়দান বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। যদিও আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্বে কোন পক্ষ ইজতেমা আয়োজন করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘সরকারি সিন্ধান্তের বিষয়ে আমাদের মুরব্বিরা আলোচনা করছেন। আগামী বছরের ইজতেমার প্রথম পর্ব আমরা আয়োজন করব। পরে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান টেলিফোনে বলেন, ‘আমার প্রতিনিধি দল আজ জুবায়েরপন্থীদের ময়দান বুঝিয়ে দিয়েছে। আমি সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেছি। এতে কোন পক্ষ মেনে নেবে সেটা বিষয় নয়।’
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে ইজতেমা আয়োজক কমিটির দুই পক্ষের শীর্ষ মরুব্বিদের নিয়ে নিজ বাসভবনে বৈঠকে বসেন স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
জুবায়েরপন্থীদের ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা আব্দুল্লাহ শামিম বলেন, ‘আমরা আজ ময়দান পুনরায় বুঝে নিয়েছি। আগামী ইজতেমা পর্যন্ত ময়দানের সব মালামাল আমাদের তত্ত্বাবধানে থাকবে। ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনে আমাদের মালামাল ময়দানের উত্তর-পশ্চিম অংশের নির্ধারিত (পাকিস্তানের মুসল্লিদের জন্য থাকার স্থান) স্থানে কক্ষটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে সিলগালা করা হয়।’
জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বি মাওলানা ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধিদল ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ময়দান বুঝে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল স্থানীয় সাংসদের বাসায় বৈঠক শেষে আমাদের মাঠ বুঝিয়ে দেওয়ার।’
আজ ইজতেমা ময়দান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এনডিসি আব্দুল্লাহ নূর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) (দক্ষিণ) মাহবুব উজ জামান, সহকারী উপকমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
আরো পড়ুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৫ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৪ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে