ফের বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৪ রোগী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৯: ৪০
আপডেট : ০৮ মে ২০২৩, ২০: ৪৫

দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের। 

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬, মৃত্যু হয় ৬ জনের। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয় ১৬৬ জন এবং মৃত্যু হয় ৩ জনের। মার্চে আক্রান্ত হয় ১১১ জন। এপ্রিল মাসে ১৪৩ জন আক্রান্ত হয় এবং দুজনের মৃত্যু হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহে হাসপাতাল ভর্তি হয়েছে ১৩৭ জন।

ডেঙ্গু সংক্রমণের উর্ধ্বমূখী প্রবণতায় শঙ্কা প্রকাশ করে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মৌসুম-পূর্ববর্তী ডেঙ্গুবিষয়ক জরিপের ফলাফলে এ বছর ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বাড়বে বলে প্রতীয়মান হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত