বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর ও সরারচর রেলস্টেশনের কাউন্টারে টিকিট পাচ্ছে না বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। তবে কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও স্টেশনের ভেতরে-বাইরের দোকানগুলোতে দ্বিগুণ-তিনগুণ দামে পাওয়া যাচ্ছে টিকিট। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অতিরিক্ত টাকায় ট্রেনের টিকিট বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন সরারচর রেলস্টেশনে দেখা যায়, বেশ কয়েকজন মধ্যবয়সী যুবক দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে। তাঁরা আজকের পত্রিকাকে জানান, স্ট্যান্ডিং টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের একজন জানালেন, দুই দিন আগে তিনি টিকিট নিতে এসেছিলেন, তখন কাউন্টার মাস্টার সাফ জানিয়ে দেন টিকিট শেষ। দাঁড়িয়ে থেকে লাভ নেই।
ট্রেনেই ঢাকায় নিয়মিত আসা-যাওয়া করেন শওকত আলী খান নামের এক ব্যক্তি। তিনিও সেখানে অপেক্ষা করছেন। প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি জানান, তিন-চার বছর আগে ২০-৫০ টাকা বেশি দিলে কাউন্টারে টিকিট পাওয়া যেত। এখন আর কাউন্টারে টিকিট মেলে না। টিকিট পাওয়া যায় চা-বিড়ির দোকান, স্টেশনের কনফেকশনারিতে।
স্থানীয়দের অভিযোগ, বাজিতপুরে দুটি স্টেশনের ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয় কালোবাজারিদের হাত দিয়ে। ভাগলপুর, সরারচর রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে কাউন্টারের টিকিট চলে যায় বাইরে। কালোবাজারিরা বেশি দামে সেসব টিকিট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ভাগলপুর রেলওয়ের এক কর্মচারী বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিদিন স্টেশন থেকে বেশ কিছু টিকিট হাতিয়ে নেয়। কখনো মাদ্রাসার ছাত্র দিয়ে কখনো বা এলাকার পোলাপান দিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে দুই থেকে তিন গুণ দামে বিক্রি করে।’
সরারচর রেলস্টেশন মাস্টার মো. সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের টিকিট অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি হয়। কালোবাজারিরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে দোকানদারের মাধ্যমে বেশি দামে বিক্রি করে। আমাদের রেলওয়ে কর্মকর্তা মো. শওকত জামিল মহসিন স্যার কিছুদিন আগে ১৬টি টিকিটসহ স্থানীয় দোকানদার মো. জয়নাল আবেদীনকে আটক করেছিলেন।’
টিকিট কালোবাজারির ব্যাপারে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রেলস্টেশন জিআরপি পুলিশের অধীনে। তারা চাইলে আমরা তাদের সহযোগিতা করব। রেলস্টেশনের বাইরে কোনো দোকানে ট্রেনের টিকিট বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর ও সরারচর রেলস্টেশনের কাউন্টারে টিকিট পাচ্ছে না বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। তবে কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও স্টেশনের ভেতরে-বাইরের দোকানগুলোতে দ্বিগুণ-তিনগুণ দামে পাওয়া যাচ্ছে টিকিট। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অতিরিক্ত টাকায় ট্রেনের টিকিট বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন সরারচর রেলস্টেশনে দেখা যায়, বেশ কয়েকজন মধ্যবয়সী যুবক দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে। তাঁরা আজকের পত্রিকাকে জানান, স্ট্যান্ডিং টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের একজন জানালেন, দুই দিন আগে তিনি টিকিট নিতে এসেছিলেন, তখন কাউন্টার মাস্টার সাফ জানিয়ে দেন টিকিট শেষ। দাঁড়িয়ে থেকে লাভ নেই।
ট্রেনেই ঢাকায় নিয়মিত আসা-যাওয়া করেন শওকত আলী খান নামের এক ব্যক্তি। তিনিও সেখানে অপেক্ষা করছেন। প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি জানান, তিন-চার বছর আগে ২০-৫০ টাকা বেশি দিলে কাউন্টারে টিকিট পাওয়া যেত। এখন আর কাউন্টারে টিকিট মেলে না। টিকিট পাওয়া যায় চা-বিড়ির দোকান, স্টেশনের কনফেকশনারিতে।
স্থানীয়দের অভিযোগ, বাজিতপুরে দুটি স্টেশনের ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয় কালোবাজারিদের হাত দিয়ে। ভাগলপুর, সরারচর রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে কাউন্টারের টিকিট চলে যায় বাইরে। কালোবাজারিরা বেশি দামে সেসব টিকিট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ভাগলপুর রেলওয়ের এক কর্মচারী বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিদিন স্টেশন থেকে বেশ কিছু টিকিট হাতিয়ে নেয়। কখনো মাদ্রাসার ছাত্র দিয়ে কখনো বা এলাকার পোলাপান দিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে দুই থেকে তিন গুণ দামে বিক্রি করে।’
সরারচর রেলস্টেশন মাস্টার মো. সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের টিকিট অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি হয়। কালোবাজারিরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে দোকানদারের মাধ্যমে বেশি দামে বিক্রি করে। আমাদের রেলওয়ে কর্মকর্তা মো. শওকত জামিল মহসিন স্যার কিছুদিন আগে ১৬টি টিকিটসহ স্থানীয় দোকানদার মো. জয়নাল আবেদীনকে আটক করেছিলেন।’
টিকিট কালোবাজারির ব্যাপারে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রেলস্টেশন জিআরপি পুলিশের অধীনে। তারা চাইলে আমরা তাদের সহযোগিতা করব। রেলস্টেশনের বাইরে কোনো দোকানে ট্রেনের টিকিট বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২০ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২৫ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৪২ মিনিট আগে