Ajker Patrika

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে আদালতে নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে আদালতে নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে তিনটি পৃথক মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন।

রিমান্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা মামলায় তিন দিন এবং একই থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরিদর্শক কাইয়ুম জানান, তিনটি মামলায় আদালতে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় মতিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড এবং আল আমিন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

১৩ জানুয়ারি মতিউর রহমান মতিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত