Ajker Patrika

পোশাকশিল্পে অস্থিরতা: আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০০
পোশাকশিল্পে অস্থিরতা: আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাই এলাকার বাসিন্দা ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিব খান (৩১), আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলকাছ মোল্লা (৩৬), ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম (৪২), ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার (৩৫) ও আওয়ামী লীগের কর্মী লালমনিরহাট জেলার মজিদুল ইসলাম (২৮)। 

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র পাঁয়তারা করছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উসকানি দেয়। এতে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানা ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায়। 

এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের দমন এবং আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলছে। যৌথ বাহিনীর এমন অভিযানেই গোপন তথ্যের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আশুলিয়া থানা-পুলিশ জানিয়েছে, ৮ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা র‍্যাবের গাড়ি ভাঙচুর করে আগুন ধরানোর চেষ্টা করেন, সেনাবাহিনীর গাড়িতে ইটপাটকেল ছোড়েন। সেদিনের ঘটনায় পরদিন ৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছিল। সেই মামলায় এই পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এদিকে আজ শনিবার আশুলিয়ার বেশির ভাগ কারখানা পুরোদমে চলছে। শিল্প পুলিশ জানিয়েছে ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১৩টি কারখানা ও ৩টি কারখানায় সাধারণ ছুটি চলছে। হা–মীম, শারমিন গ্রুপসহ অন্য সব প্রতিষ্ঠানে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। 

এর আগে শুক্রবার ছুটির দিনেও শিল্পাঞ্চলের ১৬০টি কারখানায় কাজ চলেছিল বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত