যুক্তরাষ্ট্র থেকে ডাকে আসল কোটি টাকার মাদক, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে আসা কোটি টাকার মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের মধ্যে আছে টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, কেনাবিনয়েড চকলেট ও কেনাবিস কেক। 

আগামীকাল মঙ্গলবার সংবাদ সন্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখায় আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আসা একটি পার্সেল থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণে টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, কেনাবিনয়েড চকলেট ও কেনাবিস কেক জব্দ করা হয়েছে। এই ধরণের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত