টাঙ্গাইল প্রতিনিধি
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে