অনলাইন ডেস্ক
রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ। তবে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে ইনডাইরেক্টলি (পরোক্ষভাবে) যোগাযোগ হচ্ছে। আমরা অপেক্ষা করছি, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ফাহিমুল ইসলাম বলেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনার দ্বার খোলা আছে। তারা আসলে, তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে।’
কর্মসূচির প্রেক্ষিতে অচলাবস্থার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ফাহিমুল ইসলাম বলেন, ‘অর্থ বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ রকম একটা মোমেন্টে তারা তো কিছু বলতে পারছে না। এ বিষয়ে আলোচনার স্কোপ আছে। উপদেষ্টা স্যার বলেছেন আলোচনা করবেন, সেখানে আমরা অর্থ বিভাগকে নিয়ে যাব।’
রানিং স্টাফদের বিষয়ে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা বলেছি, আমাদের আলোচনার দ্বার খুলে রেখেছি। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কি করবে সেটা বলতে পারি না। তারা যদি না আসে, তাহলে তো আমাদের হাতে নেই ব্যাপারটা। সব সময় সব ব্যাপার কিন্তু রেল মন্ত্রণালয়ের হাতে নিয়ন্ত্রণ থাকে না।’
রানিং স্টাফদের দাবি যৌক্তিক কিনা—এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের দাবি যৌক্তিক মনে করেই আলোচনা করেছি। এ ক্ষেত্রে আমরা কিছুটা অর্জন করেছি। ওরা চার বছর ধরে আন্দোলন করছে। আমরা একটা অর্জন নিয়ে এসেছি যৌক্তিক মনে করেই।’
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ। তবে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে ইনডাইরেক্টলি (পরোক্ষভাবে) যোগাযোগ হচ্ছে। আমরা অপেক্ষা করছি, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ফাহিমুল ইসলাম বলেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনার দ্বার খোলা আছে। তারা আসলে, তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে।’
কর্মসূচির প্রেক্ষিতে অচলাবস্থার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ফাহিমুল ইসলাম বলেন, ‘অর্থ বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ রকম একটা মোমেন্টে তারা তো কিছু বলতে পারছে না। এ বিষয়ে আলোচনার স্কোপ আছে। উপদেষ্টা স্যার বলেছেন আলোচনা করবেন, সেখানে আমরা অর্থ বিভাগকে নিয়ে যাব।’
রানিং স্টাফদের বিষয়ে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা বলেছি, আমাদের আলোচনার দ্বার খুলে রেখেছি। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কি করবে সেটা বলতে পারি না। তারা যদি না আসে, তাহলে তো আমাদের হাতে নেই ব্যাপারটা। সব সময় সব ব্যাপার কিন্তু রেল মন্ত্রণালয়ের হাতে নিয়ন্ত্রণ থাকে না।’
রানিং স্টাফদের দাবি যৌক্তিক কিনা—এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের দাবি যৌক্তিক মনে করেই আলোচনা করেছি। এ ক্ষেত্রে আমরা কিছুটা অর্জন করেছি। ওরা চার বছর ধরে আন্দোলন করছে। আমরা একটা অর্জন নিয়ে এসেছি যৌক্তিক মনে করেই।’
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
খবর, , , বিভাগ, বিএনপি, সংঘর্ষ, কর্মী, নিহত, মামলা,থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভ নেতা, বহিষ্কার
১ ঘণ্টা আগেউদ্ধার কর্মকর্তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন। তাঁদের মধ্যে আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছ, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী
২ ঘণ্টা আগেকুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার এই বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৯২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার জন্য বসে। এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন...
৩ ঘণ্টা আগে