নরসিংদীতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮: ৩৫
Thumbnail image

নরসিংদীর পলাশে প্রচণ্ড দাবদাহে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে মানিক মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশালের একটি ধানের জমিতে তার মৃত্যু হয়। 

নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সঙ্গে থাকা শ্রমিকদের বরাতে ডা. পলাশ দাস বলেন, ‘দুপুরে ১০ জন শ্রমিক একত্রে ঘোড়াশালের একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড দাবদাহে দিনমজুর মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। 

তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোক তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত