নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যান্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোহাম্মদপুরকে মডেল হিসেবে ব্যবহার করবে সরকার।’
ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।’
তিনি বলেন, ‘মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যান্য এলাকায়ও এই মডেলে কাজ করা হবে।’
সরকারের পতনের পর ঢাকার সব পুলিশ পরিবর্তন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের একটু সময় দিতে হবে। তাদের অলিগলি চিনতে হবে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেটা চিনতেও একটু সময় দিতে হবে।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না হয়। ক্রিমিনাল যেই হোক, যত বড় প্রতাপশালীই হোক কেন, যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাফিকের একটি বড় সমস্যা রাস্তার ভেতরের দোকানপাট। আপাতত এগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া যায়। একটি দোকান উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা দোকান চলে আসে।’
চার্জার রিকশাগুলো প্রধান সড়কে চলে আসে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, এসব রিকশা চার্জ করার যে চার্জিং পয়েন্ট রয়েছে, সেখানে তাদের ব্যাটারিগুলো যেন চার্জ করা না হয়।’
ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যান্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোহাম্মদপুরকে মডেল হিসেবে ব্যবহার করবে সরকার।’
ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।’
তিনি বলেন, ‘মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যান্য এলাকায়ও এই মডেলে কাজ করা হবে।’
সরকারের পতনের পর ঢাকার সব পুলিশ পরিবর্তন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের একটু সময় দিতে হবে। তাদের অলিগলি চিনতে হবে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেটা চিনতেও একটু সময় দিতে হবে।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না হয়। ক্রিমিনাল যেই হোক, যত বড় প্রতাপশালীই হোক কেন, যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাফিকের একটি বড় সমস্যা রাস্তার ভেতরের দোকানপাট। আপাতত এগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া যায়। একটি দোকান উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা দোকান চলে আসে।’
চার্জার রিকশাগুলো প্রধান সড়কে চলে আসে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, এসব রিকশা চার্জ করার যে চার্জিং পয়েন্ট রয়েছে, সেখানে তাদের ব্যাটারিগুলো যেন চার্জ করা না হয়।’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানির নতুন তারিখ আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে ইসকনের সাবেক এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
১২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
১৫ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানের আলোচিত সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রাম নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির বাসিন্দা।
১ ঘণ্টা আগে