Ajker Patrika

পিলখানায় নিহতদের স্বজনদের সংগঠন ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’

অনলাইন ডেস্ক
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদরে বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। ওই ঘটনায় বাহিনীর মহাপরিচালক ও সেনা কর্মকর্তাসহ ৪৬ জনকে হত্যা করা হয়। ছবি: সংগৃহিত
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদরে বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। ওই ঘটনায় বাহিনীর মহাপরিচালক ও সেনা কর্মকর্তাসহ ৪৬ জনকে হত্যা করা হয়। ছবি: সংগৃহিত

পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার ঢাকায় মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী না‎হরীন ফেরদৌস পিলখানায় নিহতদের স্বজনদের এই নতুন সংগঠনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই সংগঠন গঠনের প্রধান উদ্দেশ্য হলো—শহীদ সেনা কর্মকর্তাদের অবদান তুলে ধরা, তাদের স্মৃতি ধরে রাখা এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা।’

নাহরীন ফেরদৌস বলেন, গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি তিন-চার হাজার মানুষের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছে। এই ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যে কোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন।

তিনি বলেন, সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে এবং এবং শহীদ সেনা অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এই সংগঠন মিলাদ মাহফিল, প্রদর্শনী, বই প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে। অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহীদ কর্মকর্তাদের নিজ নিজ অবদান তুলে ধরা হবে।

নাহরীন ফেরদৌস বলেন, সর্বশেষ ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান শহীদ পরিবারের একটি প্রতিনিধি দলকে সেনা সদর দপ্তরে আমন্ত্রণ জানান এবং আমাদের আশ্বাস দেন যে এই দিনটিকে যেন ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণার জন্য সেনাবাহিনী সরকারের কাছে জোড় আবেদন জানাবে। আমরা আশা করছি যেন এই ২৫ ফেব্রুয়ারির আগেই সরকার ও সেনাবাহিনীর তরফ থেকে দেশবাসী এই সুখবরটি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত