নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হতদরিদ্র, ছিন্নমূল, পথ শিশু, দুস্থ ও খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালি মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাঁদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। যুবলীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হতদরিদ্র, ছিন্নমূল, পথ শিশু, দুস্থ ও খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালি মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাঁদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। যুবলীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১৯ মিনিট আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
৩৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে...
১ ঘণ্টা আগেআজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
১ ঘণ্টা আগে