অনলাইন ডেস্ক
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার নিশিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার
৮ মিনিট আগেআবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। মাত্র ৩৮ দিন উৎপাদন শুরুর মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গতকাল শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
১৯ মিনিট আগেপ্রতিবছর রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে অস্বস্তিতে পড়তে হয় ক্রেতাদের। এতে বেশি দুর্ভোগে পড়েন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এ সিন্ডিকেট ভাঙতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী শুরু হয়েছে ‘ন্যায্যমূল্যের বাজার’।
২৩ মিনিট আগেনাটোরে নিখোঁজের এক দিন পর আরিফুল ইসলাম (৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নাওগাঁ এলাকার একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়।
২৫ মিনিট আগে