Ajker Patrika

সিদ্ধিরগঞ্জের দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
সিদ্ধিরগঞ্জের দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’। ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জের দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেছে। গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার বিভিন্ন দেয়ালে এসব স্লোগান লেখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনের একটি দল আওয়ামী লীগের এই স্লোগান লিখেছে।

কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ভবন ও দোকানের শাটারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে রাখা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান আর ভবনে এমন লেখনী চোখে পড়েছে, তার মালিকপক্ষ কিংবা নৈশপ্রহরীরা জানিয়েছে, কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।

সিদ্ধিরগঞ্জের দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’। ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জের দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’। ছবি: সংগৃহীত

এদিকে স্লোগানটি লেখার সময় শহরের মিজমিজি টিসি রোড এলাকার মিজান নামক এক স্থানীয় বাসিন্দার চোখে পড়েছে। তিনি বলেন, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনকে কয়েকটি দেয়ালে লিখতে দেখেছেন তিনি। তবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর মুখোশ পরে থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত