ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের মামলায় রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শাশুড়ি মারা গেছেন দীর্ঘদিন আগে। বাড়িতে তিনি, তাঁর দুই সন্তান ও শ্বশুর থাকতেন। এ সুযোগে শ্বশুর তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর তার ঘরে ঢুকে সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
আত্মীয়স্বজনদের কাছে বলেও তিনি বিচার না পেয়ে ২০২২ সালের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষী শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ‘ভুক্তভোগী স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে বিষয়টি জানালে কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্তানসহ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। এই রায়ে বাদীসহ আমরা খুশি।’
ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের মামলায় রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শাশুড়ি মারা গেছেন দীর্ঘদিন আগে। বাড়িতে তিনি, তাঁর দুই সন্তান ও শ্বশুর থাকতেন। এ সুযোগে শ্বশুর তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর তার ঘরে ঢুকে সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
আত্মীয়স্বজনদের কাছে বলেও তিনি বিচার না পেয়ে ২০২২ সালের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষী শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ‘ভুক্তভোগী স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে বিষয়টি জানালে কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্তানসহ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। এই রায়ে বাদীসহ আমরা খুশি।’
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
২ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
১০ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১৬ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৭ মিনিট আগে