তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০: ০০
Thumbnail image

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারের একটি পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি মিটফোর্ড হাসপাতালে যান তিনি। 

সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই, যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’ এ সময় তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। 

এরপর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজামণ্ডপে কাচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাচের বোতল নিক্ষেপকারীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত