অনলাইন ডেস্ক
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোহসিনা আকতারের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলার অভিযোগ তদন্তাধীন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে বগুড়া পৌরসভা ও বগুড়া সদরের পাঁচটি দাগে জমি রয়েছে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া প্রধান ডাকঘর ও জেলা সঞ্চয় অফিসে তাঁর হিসাব রয়েছে। এসব হিসাবে আড়াই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, মোহসীনা এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ কারণে তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোহসিনা আকতারের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলার অভিযোগ তদন্তাধীন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে বগুড়া পৌরসভা ও বগুড়া সদরের পাঁচটি দাগে জমি রয়েছে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া প্রধান ডাকঘর ও জেলা সঞ্চয় অফিসে তাঁর হিসাব রয়েছে। এসব হিসাবে আড়াই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, মোহসীনা এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ কারণে তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১৬ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
২৯ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে