Ajker Patrika

২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারখানার আগুন, ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১: ১৪
২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারখানার আগুন, ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। 

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। 

রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’

রেজাউল করিম আরও বলেন, ‘এই ভবন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়তে দেখেছি আমরা। সবাইকে অনুরোধ করব পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার জন্য। অন্যথায় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।’ 

আগুন নেভানো এখন প্রধান লক্ষ্য উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’ 

এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে। 

লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত