গুলশানে সাইকেল রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০: ৪৯
Thumbnail image
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে ফুডপান্ডার এক রাইডারের সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানায় গুলশান থানা-পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফুডপান্ডার এক কর্মী গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে সাইকেল রাখলে বিরিয়ানি হাউসের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফুডপান্ডার ওই কর্মী আরও লোকজন নিয়ে সেখানে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছে তাঁরা।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আরাফাতুল হক খান আজকের পত্রিকাকে বলেন, সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাঁরা থানায় একটি অভিযোগ দিয়েছে। তবে তাঁরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের জন্য আলোচনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত