আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় ২০ দিনে উপজেলার অর্ধশতাধিক ব্যক্তি কীটনাশক, আগাছানাশক, হারপিক পানে ও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৩ জন নারী ও ২ বৃদ্ধসহ ৭ জন।
পারিবারিক কলহ, আর্থিক সংকট ও অবসাদের কারণে এসব আত্মহত্যা ও চেষ্টার ঘটনা ঘটেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আত্মহত্যাচেষ্টার ঘটনায় সর্বশেষ ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ব্যাংদহ গ্রামের কুরবান আলী (২৭) ও মসিয়ূর নগর গ্রামের আব্দুর রহমান (১৯) নামের দুজন। এদের মধ্যে কুরবানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তিনি আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যজন আব্দুর রহমান (১৯) ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে ১৩ আগস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান রুবিনা খাতুন (২৫) নামে এক নারী। তার ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে রুবিনাকে হাসপাতালে নিয়ে আসলে ডা. সুরাইয়া পারভীন তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই রাত ১০টায় হাসপাতালে আনা হয় মো. মিঠু (২২) নামে এক যুবককে। মিঠু আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। তিনি উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের আবু কালামের ছেলে। একই দিন সকালে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন উপজেলার বড়কাবিলপুর গ্রামের হারুন-অর রশীদের মেয়ে রুবিনা খাতুন (৩৫) ও পাতিবিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
চৌগাছা থানা সূত্র জানা যায়, জুন মাসের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত থানায় আত্মহত্যার ঘটনায় ১৫টি অপমৃত্যু মামলা হয়েছে। এর মধ্যে জুন মাসে ৪টি ও জুলাই মাসে ৬ টি। আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত মামলা রেকর্ড হয়েছে ৫ টি। অর্থাৎ আগস্টের ১৫ দিনেই আত্মহত্যার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যায় মৃত বেশির ভাগের পরিবার মৃতদের মানসিক সমস্যা ছিল দাবি করে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের জন্য থানায় লিখিতভাবে অনুমতি চেয়েছেন। অন্যরা দাবি করেছেন, মৃতরা পেটের পীড়ায় ভুগছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা প্রতিটি আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন করেছি।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘মানসিক অবসাদের কারণেই মানুষ আত্মহত্যা করেন।’
যশোরের চৌগাছায় ২০ দিনে উপজেলার অর্ধশতাধিক ব্যক্তি কীটনাশক, আগাছানাশক, হারপিক পানে ও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৩ জন নারী ও ২ বৃদ্ধসহ ৭ জন।
পারিবারিক কলহ, আর্থিক সংকট ও অবসাদের কারণে এসব আত্মহত্যা ও চেষ্টার ঘটনা ঘটেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আত্মহত্যাচেষ্টার ঘটনায় সর্বশেষ ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ব্যাংদহ গ্রামের কুরবান আলী (২৭) ও মসিয়ূর নগর গ্রামের আব্দুর রহমান (১৯) নামের দুজন। এদের মধ্যে কুরবানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তিনি আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যজন আব্দুর রহমান (১৯) ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে ১৩ আগস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান রুবিনা খাতুন (২৫) নামে এক নারী। তার ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে রুবিনাকে হাসপাতালে নিয়ে আসলে ডা. সুরাইয়া পারভীন তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই রাত ১০টায় হাসপাতালে আনা হয় মো. মিঠু (২২) নামে এক যুবককে। মিঠু আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। তিনি উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের আবু কালামের ছেলে। একই দিন সকালে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন উপজেলার বড়কাবিলপুর গ্রামের হারুন-অর রশীদের মেয়ে রুবিনা খাতুন (৩৫) ও পাতিবিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
চৌগাছা থানা সূত্র জানা যায়, জুন মাসের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত থানায় আত্মহত্যার ঘটনায় ১৫টি অপমৃত্যু মামলা হয়েছে। এর মধ্যে জুন মাসে ৪টি ও জুলাই মাসে ৬ টি। আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত মামলা রেকর্ড হয়েছে ৫ টি। অর্থাৎ আগস্টের ১৫ দিনেই আত্মহত্যার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যায় মৃত বেশির ভাগের পরিবার মৃতদের মানসিক সমস্যা ছিল দাবি করে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের জন্য থানায় লিখিতভাবে অনুমতি চেয়েছেন। অন্যরা দাবি করেছেন, মৃতরা পেটের পীড়ায় ভুগছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা প্রতিটি আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন করেছি।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘মানসিক অবসাদের কারণেই মানুষ আত্মহত্যা করেন।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে