Ajker Patrika

শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৪, ১৪: ০৬
শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে দেশে তৈরি দুটি পাইপগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার যুবকেরা হলেন শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু বিশ্বাস (৩৯) এবং একই গ্রামের ইব্রাহিম বিশ্বাস (২৫)। মিন্টু বিশ্বাসের নামে এর আগে অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। 

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর মসজিদের পাশের সড়কে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি পাইপগান উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত