খুলনা প্রতিনিধি
খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়।
আজ সোমবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, ২০০৯ সালে পিলখানার ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিল বিএনপি-জামায়াত। তারা এ দেশের উন্নয়ন চায় না। তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই।
সিটি মেয়র আরও বলেন, এ দেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোনো সন্ত্রাসবাদ–জঙ্গিবাদ চায় না।
সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু প্রমুখ। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।
খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়।
আজ সোমবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, ২০০৯ সালে পিলখানার ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিল বিএনপি-জামায়াত। তারা এ দেশের উন্নয়ন চায় না। তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই।
সিটি মেয়র আরও বলেন, এ দেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোনো সন্ত্রাসবাদ–জঙ্গিবাদ চায় না।
সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু প্রমুখ। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।
নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।
১৩ মিনিট আগেমাদারীপুরের শিবচরে চালকদের হত্যা করে অটোভ্যান ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে করে আতঙ্কে আছেন অন্য চালকেরা। তাঁরা সন্ধ্যার পর অপরিচিত যাত্রী ওঠাতে এবং বাইরের এলাকায় যেতে ভয় পাচ্ছেন। রাতে সাধারণত নিজেদের এলাকার মধ্যে থাকছেন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনাই সুষ্ঠুভাবে তদন্ত...
২১ মিনিট আগেভোলা জেনারেল হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা দায়িত্বরত চিকিৎসক ইরফান মাহমুদের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এর আগে গত শুক্রবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক নাইমুল হাসনাতও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
৩২ মিনিট আগে