কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় পানচাষি নিহত, আহত ৩ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১১: ৪৬
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২: ০২

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সদর উপজেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা পানচাষি এনামুল হক (৫০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন পানচাষি আহত হয়েছেন।

নিহত এনামুল হক ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত আজব আলীর ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে পান নিয়ে কুষ্টিয়ার উজানগ্রামে যাচ্ছিলেন চার পানচাষি। পথে কুষ্টিয়ার ভাটাপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পানচাষি এনামুল হক নিহত হন। এ সময় নছিমনে থাকা আরও তিনজন আহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত