তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় বিএনপি নেতা হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
মৃত যুবদল নেতা সেখ ফারুক হোসেন (৪২) তালা উপজেলার উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ বিকেলে উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদল নেতা ফারুকের। এ সময় দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সেখ ফারুক হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্যসচিব মোস্তফা মহাসীন মন্টু, থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরার তালায় বিএনপি নেতা হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
মৃত যুবদল নেতা সেখ ফারুক হোসেন (৪২) তালা উপজেলার উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ বিকেলে উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদল নেতা ফারুকের। এ সময় দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সেখ ফারুক হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্যসচিব মোস্তফা মহাসীন মন্টু, থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
১১ মিনিট আগেগ্রামের পথে পথে ঘুরছে একদল শিশু। তাদের কয়েকজনের হাতে ঢোল। সঙ্গে আছে কাপড়-কাগজ দিয়ে বানানো এক ‘রাক্ষস’। দলটি বিভিন্ন বাড়ির উঠানে গিয়ে ডাক ছাড়ে ‘রাক্ষস এসেছি রে...চাল দে। নইলে খেয়ে ফেলব তোকে!’ সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসছেন বাসিন্দারা। হাসিমুখে শিশুদের থলেতে ঢেলে দিচ্ছেন কিছু চাল। ঠাকুরগাঁও সদর
১৩ মিনিট আগেজিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন
১৮ মিনিট আগেমারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে শোভাযাত্রা হয়েছে।
২৪ মিনিট আগে