যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরি, সেবায়েতসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২০: ২১
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২১: ১০

শ্রীশ্রী যশোরেশ্বরী কালীমন্দির থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় মন্দিরের সেবায়েত রেখা সরকারসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

আজ শনিবার সন্ধ্যায় জেলার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে মন্দিরের আরেক সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। মামলা নম্বর ১২।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরীপুর গ্রামের ছেদাম সরকারের স্ত্রী সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলাকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই আহমেদ কবির জানান, সন্দেহভাজন আসামি হিসেবে সেবায়েত রেখা সরকারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন অন্যদের আটকের চেষ্টা চলছে। 

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, গতকাল রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখতে পাওয়া যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মুকুটটি চুরি হয়। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত