গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
বৈশাখ মাসের শেষের দিকে এসে প্রকৃতিতে বিরূপ আবহাওয়া তৈরি হয়েছে। কখনো দেখা মিলছে রোদ, কখনো ঝড়-বৃষ্টির। এই আবহাওয়ার মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়কের পাশে প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে কৃষ্ণচূড়া ফুলের লাল রং, যা দেখে চোখ জুড়ায় পথচারীর।
গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সড়কের ধারে কৃষ্ণচূড়া গাছে লাল রঙের ফুল ফুটেছে। উপজেলার মোহাম্মদপুর, জোড়পুকুরিয়া, করমদি, দেবীপুরসহ বিভিন্ন গ্রামের সড়ক ও রাস্তায় নানান গাছের মাঝে ফুল ফোটায় স্বাতন্ত্র্য জানান দিচ্ছে কৃষ্ণচূড়াগাছ।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে কম-বেশি কৃষ্ণচূড়াগাছ আছে। এসব গাছে ইতিমধ্যে ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে পথচারীরা।
উপজেলার মোহাম্মদপুর গ্রামের রাজু আহমেদ বলেন, ‘আমাদের হোগলবাড়িয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাস্তায় একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছ এখন ফুলে পরিপূর্ণ। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার গাছটিতে ফুল ফোটায় সড়কটি দেখতে অসাধারণ লাগে।’
সড়কের পাশে কৃষ্ণচূড়া লাগানো হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি বিভিন্ন গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে বলে মনে করেন উপজেলার দেবীপুর গ্রামের তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের গ্রামের রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছে ফুল দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। এই ফুলের গাছ খুব কমই দেখা যায়। আর এই ফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সড়কের ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই ফুল সড়কের ধারে ফুটলে প্রকৃতি দেখতে বেশ মনোমুগ্ধকর হয়। তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলে অত্যন্ত সুন্দর দেখাবে।’
বৈশাখ মাসের শেষের দিকে এসে প্রকৃতিতে বিরূপ আবহাওয়া তৈরি হয়েছে। কখনো দেখা মিলছে রোদ, কখনো ঝড়-বৃষ্টির। এই আবহাওয়ার মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়কের পাশে প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে কৃষ্ণচূড়া ফুলের লাল রং, যা দেখে চোখ জুড়ায় পথচারীর।
গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সড়কের ধারে কৃষ্ণচূড়া গাছে লাল রঙের ফুল ফুটেছে। উপজেলার মোহাম্মদপুর, জোড়পুকুরিয়া, করমদি, দেবীপুরসহ বিভিন্ন গ্রামের সড়ক ও রাস্তায় নানান গাছের মাঝে ফুল ফোটায় স্বাতন্ত্র্য জানান দিচ্ছে কৃষ্ণচূড়াগাছ।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে কম-বেশি কৃষ্ণচূড়াগাছ আছে। এসব গাছে ইতিমধ্যে ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে পথচারীরা।
উপজেলার মোহাম্মদপুর গ্রামের রাজু আহমেদ বলেন, ‘আমাদের হোগলবাড়িয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাস্তায় একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছ এখন ফুলে পরিপূর্ণ। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার গাছটিতে ফুল ফোটায় সড়কটি দেখতে অসাধারণ লাগে।’
সড়কের পাশে কৃষ্ণচূড়া লাগানো হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি বিভিন্ন গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে বলে মনে করেন উপজেলার দেবীপুর গ্রামের তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের গ্রামের রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছে ফুল দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। এই ফুলের গাছ খুব কমই দেখা যায়। আর এই ফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সড়কের ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই ফুল সড়কের ধারে ফুটলে প্রকৃতি দেখতে বেশ মনোমুগ্ধকর হয়। তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলে অত্যন্ত সুন্দর দেখাবে।’
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২১ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২৭ মিনিট আগে