জেলের জালে ধরা পড়ল ২৩ কেজির ভোল মাছ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৪
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২০: ৪৩

খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে উঠেছে ২৩ কেজি ৬৮০ গ্রাম ওজনের একটি ভোল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে এক জেলে মাছটি বিক্রির জন্য রূপসা পাইকারি বাজারের একটি আড়তে নিয়ে আসেন। মাছটির দাম উঠেছে চার লাখ টাকা।

১০ জানুয়ারি ভোরে সুন্দরবনের দুবলার চর এলাকায় সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের জেলে মাসুম বিল্লাহর জালে মাছটি ধরা পড়েছে।

মাসুম বিল্লাহ বলেন, ‘১০ জানুয়ারি সুন্দরবনের দুবলার চরের বঙ্গোপসাগর থেকে মাছটি জালে ধরা পড়ে। মাছটির প্রথম দাম হয়েছিল ৪০ হাজার টাকা কেজি। সে হিসাবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে সিন্ডিকেট করে তাঁরা দাম কমানোয় মাছ বিক্রি না করে খুলনার বাজারে নিয়ে এসেছি। প্রথম ভোল মাছ ধরতে পেরে খুব খুশি হলেও সিন্ডিকেটের কারণে দাম নিয়ে সংশয়ে আছি।’

মাসুম বিল্লাহ আরও বলেন, ‘রায়েন্দার একজন ব্যবসায়ী চার লাখ টাকা বলেছেন। তবে মাছটি এখনো বিক্রি হয়নি। আগামীকাল শুক্রবার পর্যন্ত দেখা হবে। যদি এর চেয়ে বেশি দাম কেউ না বলে, তাহলে ওই দামেই বিক্রি করা হবে।’

কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিশ ট্রেডার্স পরিচালক মো. আবু মুছা বলেন, ‘ভোল মাছ আগে কখনো দেখিনি। এটি একটি দুষ্প্রাপ্য মাছ।’

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত