কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বীর নিবাস পাচ্ছেন অসচ্ছল আট বীর মুক্তিযোদ্ধা। তাঁদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বাসস্থানগুলো তৈরি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার।
আট বীর মুক্তিযোদ্ধা হলেন—উপজেলার চিংড়া গ্রামের আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের কালিপদ মণ্ডল, মহাদেবপুর গ্রামের আবুল কাশেম, সুজাপুর গ্রামের মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির।
জানা যায়, প্রতিটি বীর নিবাসের নির্মাণব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এরই মধ্যে কাজের টেন্ডার সম্পন্ন করে যশোরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব বুঝে নিয়েছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেশবপুরের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সম্প্রতি কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল বীর নিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়েই কাজ শুরু হবে।
যশোরের কেশবপুরে বীর নিবাস পাচ্ছেন অসচ্ছল আট বীর মুক্তিযোদ্ধা। তাঁদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বাসস্থানগুলো তৈরি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার।
আট বীর মুক্তিযোদ্ধা হলেন—উপজেলার চিংড়া গ্রামের আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের কালিপদ মণ্ডল, মহাদেবপুর গ্রামের আবুল কাশেম, সুজাপুর গ্রামের মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির।
জানা যায়, প্রতিটি বীর নিবাসের নির্মাণব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এরই মধ্যে কাজের টেন্ডার সম্পন্ন করে যশোরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব বুঝে নিয়েছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেশবপুরের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সম্প্রতি কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল বীর নিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়েই কাজ শুরু হবে।
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের ৯২তম আখমাড়াই মৌসুম শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মিল চত্বরে এক দোয়া ও মাহফিলের মাধ্যমে চলতি মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়। মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মো. শাফীকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এবার মিলটি ১২৬ কর্মদিবসে মোট ১ লাখ ৯৫ হাজার ৯৪১ টন আখমাড়াই করেছ
১ মিনিট আগেকথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে-হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদেরকে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে রাজনীতি করতে দেবো না...
২১ মিনিট আগেদিনাজপুরে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুই শতাধিক শিক্ষার্থী আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভাসংলগ্ন রেলঘুণ্টি এলাকায় এই অবরোধ করেন। অবরোধের কারণে পঞ্চগড় থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন ও ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর স্টেশন প্ল্যাটফর্মে আটকা পড়
২১ মিনিট আগেরাজশাহীতে আলোচিত মিম (২৮) হত্যা মামলার ২ নম্বর আসামি সেলি বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার থালতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে