যশোর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানেরা তাদের মায়ের পা ধুয়ে–মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ শুক্রবার সকালে বেজপাড়া মন্দিরে অষ্টমীর দিন ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হয়।
এদিকে মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানেরা খুশি হয়েছে; অন্যদিকে সন্তানদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন ৫০ জন মা। প্রথমে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে সন্তানেরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে মায়ের পা ধুয়ে দেয় সন্তানেরা। পরে মায়েদের মিষ্টিমুখ করায়। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানেরাও মেতে ওঠে আনন্দে।
মায়ের পা ধুয়ে দেওয়া যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অধরা বিশ্বাস বলেন, ‘প্রত্যেক সন্তানই তার মা-বাবাকে ভালোবাসে। তবে সেটা বেশির ভাগ সময় প্রকাশ করতে পারে না। আজকের আমরা এমন একটা সুযোগ পেয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও বেড়ে গেল। এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য এই ক্লাবকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
অধরা বিশ্বাসের মা ঝুমুর গুপ্তা বলেন, ‘সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ সব সময় থাকে। আজ দেবী দুর্গার সামনে সন্তানের আশীর্বাদ করতে পারছি।’
‘খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্নে! প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ, বুঝিস্নে’—পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জাতীয় কবি কাজী নজরুর ইসলামের এই গানের উদাহরণ টেনে বলেন, ‘আমাদের বাড়িতেই মা রয়েছে। সেই মাকে আমরা যত্ন করি না। অথচ প্রতিমা দুর্গাকে যত্ন করি। এতে মা দুর্গা খুশি হন না। যদি নিজেদের মাকে শ্রদ্ধা করি, তাহলেই মা দুর্গা খুশি হন। অনুষ্ঠানের আয়োজকেরা দুর্গার সামনেই প্রকৃতি ব্যঞ্জনায় মাকে অন্যান্য শ্রদ্ধা জানাল। এটা আসলেই ব্যতিক্রম অনুষ্ঠান।’
এর আগে সকালে এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটির সভাপতি সুশীল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সভাপতি সন্তোষ দত্ত, সহসভাপতি অসীম মণ্ডল প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানেরা তাদের মায়ের পা ধুয়ে–মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ শুক্রবার সকালে বেজপাড়া মন্দিরে অষ্টমীর দিন ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হয়।
এদিকে মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানেরা খুশি হয়েছে; অন্যদিকে সন্তানদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন ৫০ জন মা। প্রথমে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে সন্তানেরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে মায়ের পা ধুয়ে দেয় সন্তানেরা। পরে মায়েদের মিষ্টিমুখ করায়। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানেরাও মেতে ওঠে আনন্দে।
মায়ের পা ধুয়ে দেওয়া যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অধরা বিশ্বাস বলেন, ‘প্রত্যেক সন্তানই তার মা-বাবাকে ভালোবাসে। তবে সেটা বেশির ভাগ সময় প্রকাশ করতে পারে না। আজকের আমরা এমন একটা সুযোগ পেয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও বেড়ে গেল। এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য এই ক্লাবকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
অধরা বিশ্বাসের মা ঝুমুর গুপ্তা বলেন, ‘সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ সব সময় থাকে। আজ দেবী দুর্গার সামনে সন্তানের আশীর্বাদ করতে পারছি।’
‘খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্নে! প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ, বুঝিস্নে’—পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জাতীয় কবি কাজী নজরুর ইসলামের এই গানের উদাহরণ টেনে বলেন, ‘আমাদের বাড়িতেই মা রয়েছে। সেই মাকে আমরা যত্ন করি না। অথচ প্রতিমা দুর্গাকে যত্ন করি। এতে মা দুর্গা খুশি হন না। যদি নিজেদের মাকে শ্রদ্ধা করি, তাহলেই মা দুর্গা খুশি হন। অনুষ্ঠানের আয়োজকেরা দুর্গার সামনেই প্রকৃতি ব্যঞ্জনায় মাকে অন্যান্য শ্রদ্ধা জানাল। এটা আসলেই ব্যতিক্রম অনুষ্ঠান।’
এর আগে সকালে এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটির সভাপতি সুশীল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সভাপতি সন্তোষ দত্ত, সহসভাপতি অসীম মণ্ডল প্রমুখ।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৩ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে