মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বস্তাবন্দী অবস্থায় পুঁতে রাখা এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মদনপুর মাঠের নিমতলা নামক স্থানের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রের নাম ইকরামুল হোসেন (১৮)। সে একই উপজেলার মশ্মিমনগরের ভরতপুর গ্রামের প্রবাসী মফিজুর রহমানের ছেলে। ইকরামুল রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ ভরতপুর গ্রাম থেকে তিনজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য মতে ইকরামুলের মরদেহ উদ্ধার হয়। আটক তিনজন ইকরামুলের প্রতিবেশী।
আটক তিনজন হলেন, ভরতপুর গ্রামের হোসেন আলী মোড়লের দুই ছেলে আমিনুর রহমান ও কামরুল হাসান এবং আব্দুল কাদেরের ছেলে মেহেদি হাসান। ইকরামুলের স্বজনরা এ তিনজনকে আটকের কথা জানালেও পুলিশ আমিনুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ওয়াজ মাহফিল শোনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ইকরামুল।
নিহতের স্বজনদের দাবি, ক্যারাম খেলা নিয়ে প্রতিবেশী আমিনুরের সঙ্গে দ্বন্দ্বে আটক তিনজন মিলে ইকরামুলকে খুন করেছে। তবে, পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে উপস্থিত কিছু জানা যায়নি।
ইকরামুলের চাচা আসাদুজ্জামান আসাদ বলেন, মশ্মিমনগর এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে গত সোমবার সন্ধ্যার আগে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইকরামুল। এরপর রাত নয়টা থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মধ্যরাতে আমরা থানায় আসি। পুলিশের পরামর্শে বুধবার সকালে যশোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যাই। তাঁরা মনিরামপুর থানায় জিডি করতে বলেন। থানায় জিডি করার পর দুপুরে আবার যশোরে যাই। এরপর রাত একটার দিকে পুলিশ বাড়ি থেকে প্রথমে আমিনুরকে আটক করে। পরে কামরুল ও মেহেদিকে আটক করে তিনজনকে নিয়ে যায়।
তিনি বলেন, ওয়াজ মাহফিলে যাওয়ার আগে এলাকার একটি সাঁকোর ওপরে আমার সঙ্গে ইকরামুলের দেখা হয়। সেখানে থেকে মেহেদির মোটরসাইকেলে করে মাহফিলে যাওয়ার কথা ছিল ইকরামুলের।
ইকরামুলের চাচা বলেন, এক বছর আগে ক্যারাম খেলা নিয়ে আমিনুরের সঙ্গে গন্ডগোল হয় ইকরামুলের। সে সূত্র ধরে আমিনুর, কামরুল ও মেহেদি সোমবার রাতে তুলে নিয়ে ৯টার দিকে বাড়ি থেকে ৮-১০ কিলোমিটার দূরে হত্যা করে লাশ বস্তায় ভরে পুঁতে রাখে।
আসাদুজ্জামানের দাবি, ইকরামুলকে পিটিয়ে ও গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে তাঁরা খুন করেছে। তাঁর (ইকরামুলের) মোবাইলের সিমকার্ড খুলে তাতে নিজের সিমকার্ড ঢোকান আমিনুর। সে সূত্র ধরে আমিনুরকে আটক করে পিবিআই।
ইকরামুলের মা রেশমা খাতুন বলেন, পুলিশ আমিনুর, কামরুল আর মেহেদিরে ধরেছে। ওরা আমার ছেলের খুন করেছে। আমি ওদের ফাঁসি চাই।
যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক হিরন্ময় সরকার ঘটনাস্থল থেকে বলেন, নিখোঁজ কলেজছাত্র ইকরামুলের মা জিডি করার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। প্রযুক্তি ব্যবহার করে আমিনুরকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইকরামুলের মরদেহ উদ্ধার হয়েছে।
হিরন্ময় সরকার বলেন, কি কারণে হত্যাকাণ্ড তা পরে জানাতে পারব।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার থানায় জিডি হয়েছে। আটকের বিষয়টি পিবিআই বলতে পারবে।
যশোরের মনিরামপুরে বস্তাবন্দী অবস্থায় পুঁতে রাখা এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মদনপুর মাঠের নিমতলা নামক স্থানের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রের নাম ইকরামুল হোসেন (১৮)। সে একই উপজেলার মশ্মিমনগরের ভরতপুর গ্রামের প্রবাসী মফিজুর রহমানের ছেলে। ইকরামুল রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ ভরতপুর গ্রাম থেকে তিনজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য মতে ইকরামুলের মরদেহ উদ্ধার হয়। আটক তিনজন ইকরামুলের প্রতিবেশী।
আটক তিনজন হলেন, ভরতপুর গ্রামের হোসেন আলী মোড়লের দুই ছেলে আমিনুর রহমান ও কামরুল হাসান এবং আব্দুল কাদেরের ছেলে মেহেদি হাসান। ইকরামুলের স্বজনরা এ তিনজনকে আটকের কথা জানালেও পুলিশ আমিনুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ওয়াজ মাহফিল শোনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ইকরামুল।
নিহতের স্বজনদের দাবি, ক্যারাম খেলা নিয়ে প্রতিবেশী আমিনুরের সঙ্গে দ্বন্দ্বে আটক তিনজন মিলে ইকরামুলকে খুন করেছে। তবে, পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে উপস্থিত কিছু জানা যায়নি।
ইকরামুলের চাচা আসাদুজ্জামান আসাদ বলেন, মশ্মিমনগর এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে গত সোমবার সন্ধ্যার আগে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইকরামুল। এরপর রাত নয়টা থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মধ্যরাতে আমরা থানায় আসি। পুলিশের পরামর্শে বুধবার সকালে যশোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যাই। তাঁরা মনিরামপুর থানায় জিডি করতে বলেন। থানায় জিডি করার পর দুপুরে আবার যশোরে যাই। এরপর রাত একটার দিকে পুলিশ বাড়ি থেকে প্রথমে আমিনুরকে আটক করে। পরে কামরুল ও মেহেদিকে আটক করে তিনজনকে নিয়ে যায়।
তিনি বলেন, ওয়াজ মাহফিলে যাওয়ার আগে এলাকার একটি সাঁকোর ওপরে আমার সঙ্গে ইকরামুলের দেখা হয়। সেখানে থেকে মেহেদির মোটরসাইকেলে করে মাহফিলে যাওয়ার কথা ছিল ইকরামুলের।
ইকরামুলের চাচা বলেন, এক বছর আগে ক্যারাম খেলা নিয়ে আমিনুরের সঙ্গে গন্ডগোল হয় ইকরামুলের। সে সূত্র ধরে আমিনুর, কামরুল ও মেহেদি সোমবার রাতে তুলে নিয়ে ৯টার দিকে বাড়ি থেকে ৮-১০ কিলোমিটার দূরে হত্যা করে লাশ বস্তায় ভরে পুঁতে রাখে।
আসাদুজ্জামানের দাবি, ইকরামুলকে পিটিয়ে ও গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে তাঁরা খুন করেছে। তাঁর (ইকরামুলের) মোবাইলের সিমকার্ড খুলে তাতে নিজের সিমকার্ড ঢোকান আমিনুর। সে সূত্র ধরে আমিনুরকে আটক করে পিবিআই।
ইকরামুলের মা রেশমা খাতুন বলেন, পুলিশ আমিনুর, কামরুল আর মেহেদিরে ধরেছে। ওরা আমার ছেলের খুন করেছে। আমি ওদের ফাঁসি চাই।
যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক হিরন্ময় সরকার ঘটনাস্থল থেকে বলেন, নিখোঁজ কলেজছাত্র ইকরামুলের মা জিডি করার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। প্রযুক্তি ব্যবহার করে আমিনুরকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইকরামুলের মরদেহ উদ্ধার হয়েছে।
হিরন্ময় সরকার বলেন, কি কারণে হত্যাকাণ্ড তা পরে জানাতে পারব।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার থানায় জিডি হয়েছে। আটকের বিষয়টি পিবিআই বলতে পারবে।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৮ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
২ ঘণ্টা আগে