কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ফার্মেসি থেকে ঠান্ডার জন্য ব্যবহৃত শতাধিক ট্যাবলেট কেনেন এক যুবক। এরপর সেগুলো পাতা থেকে খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেলে রওনা দেন। পথে পুলিশের নিয়মিত টহল দেখে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেন ওই যুবক। এ সময় ধাওয়া দিয়ে আটকের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কোটচাঁদপুরের তালসার গ্রামের তরিকুল ইসলাম (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় থানায় তরিকুলের নামে ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করেছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ঠান্ডার ওই ট্যাবলেটগুলো কোটচাঁদপুরের একটি ফার্মেসি থেকে কেনেন তরিকুল। এরপর তা খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেল যোগে জালালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে পুলিশ যাচ্ছিলেন। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ ধাওয়া দিয়ে তরিকুল ইসলামকে আটক করতে পারলেও পালিয়ে যান তাঁর সহযোগী। পরে তরিকুলের কাছ থেকে শতাধিক ওই ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।
এদিকে ট্যাবলেট বিক্রির অভিযোগে ওই ফার্মেসি মালিককেও আটক করেন পুলিশ। পরে ছাড়া পান ওই ফার্মেসি মালিক নাহিন জুবায়ের।
তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, তরিকুল নামের ওই ছেলেকে ঘাঘা গ্রামের মাঠের সড়ক থেকে ধরা হয়েছিল। এ সময় তাঁর কাছ থেকে ঠান্ডার ট্যাবলেট পাওয়া যায়। বিস্তারিত জানতে তিনি থানা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ছেলে একটা প্রতারক। সে ইয়াবা বলে, কালিগঞ্জের এক পার্টির কাছে ঠান্ডার ওষুধ বিক্রির প্রক্রিয়া করছিল। এর মধ্যে সে তালসার পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েন। তাঁকে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ফার্মেসি থেকে ঠান্ডার জন্য ব্যবহৃত শতাধিক ট্যাবলেট কেনেন এক যুবক। এরপর সেগুলো পাতা থেকে খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেলে রওনা দেন। পথে পুলিশের নিয়মিত টহল দেখে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেন ওই যুবক। এ সময় ধাওয়া দিয়ে আটকের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কোটচাঁদপুরের তালসার গ্রামের তরিকুল ইসলাম (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় থানায় তরিকুলের নামে ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করেছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ঠান্ডার ওই ট্যাবলেটগুলো কোটচাঁদপুরের একটি ফার্মেসি থেকে কেনেন তরিকুল। এরপর তা খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেল যোগে জালালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে পুলিশ যাচ্ছিলেন। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ ধাওয়া দিয়ে তরিকুল ইসলামকে আটক করতে পারলেও পালিয়ে যান তাঁর সহযোগী। পরে তরিকুলের কাছ থেকে শতাধিক ওই ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।
এদিকে ট্যাবলেট বিক্রির অভিযোগে ওই ফার্মেসি মালিককেও আটক করেন পুলিশ। পরে ছাড়া পান ওই ফার্মেসি মালিক নাহিন জুবায়ের।
তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, তরিকুল নামের ওই ছেলেকে ঘাঘা গ্রামের মাঠের সড়ক থেকে ধরা হয়েছিল। এ সময় তাঁর কাছ থেকে ঠান্ডার ট্যাবলেট পাওয়া যায়। বিস্তারিত জানতে তিনি থানা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ছেলে একটা প্রতারক। সে ইয়াবা বলে, কালিগঞ্জের এক পার্টির কাছে ঠান্ডার ওষুধ বিক্রির প্রক্রিয়া করছিল। এর মধ্যে সে তালসার পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েন। তাঁকে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩২ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৪২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে